
মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের উপর হামলাকারীদের রেহাই নেই
.tdi_2_65b.td-a-rec-img{text-align:left}.tdi_2_65b.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীর সাথে গতকাল বুধবার তার বাসভবনে মতবিনিময় করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বাঁশখালীর এমপি মোস্তাাফিজুর রহমানের সংসদ সদস্য পদ বাতিল ও দল থেকে বহিষ্কারের দাবিতে চট্টগ্রামসহ সারাদেশে যে আন্দোলন চলছে তার বিস্তারিত তুলে ধরেন। মতবিনিময়ে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান আর সাংবাদিকেরা জাতির বিবেক। তাদের উপর হামলাকারীদের রেহাই নেই। তিনি আরো বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় যখন মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একজন সংসদ সদস্যের এমন কর্মকাণ্ডে আমরা বিব্রত। গত ২৪ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর ও জেলা কমিটির মানববন্ধনে যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনা জরুরি বলে মন্তব্য করেন তিনি। সৌজন্য সাক্ষাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা মোহাম্মদ ফৌজুল কবির খান, মো. জসিম উদ্দিন চৌধুরী, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, শাহেদ মুরাদ সাকু, ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, কামরুল হুদা পাভেল, মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন ফয়সল জামিল চৌধুরী ছাকি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_626.td-a-rec-img{text-align:left}.tdi_3_626.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- শেখ হাসিনা
- আওয়ামী লীগ