নতুন কোনো কমিটি নয় শূন্যস্থান পূরণের সিদ্ধান্ত

দৈনিক আজাদী প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৬

.tdi_2_261.td-a-rec-img{text-align:left}.tdi_2_261.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});করোনায় যে সকল থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ মারা গেছেন তাদের স্থানে কমিটির পরবর্তী নেতাদের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সভাপতি মারা গেলে সেখানে ১নং সহসভাপতি, সাধারণ সম্পাদক মারা গেলে সেখানে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক মারা গেলে সেখানে ১নং যুগ্ম আহ্বায়ককে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে পদায়ন করতে বলা হয়েছে। এ বিষয়ে মহানগর আওয়ামী লীগ থেকে ওয়ার্ড ও থানায় চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন এসব সিদ্ধান্ত উপস্থাপন করেন। সভায় মহানগর আওয়ামী লীগের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের আওতাধীন ১২৯টি ইউনিটে মিটিং এবং সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে একযোগে কাজ করার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দলকে সংগঠিত করতে তৃণমূলকেই গুরুত্ব দিতে হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তৃণমূল থেকে দলকে সংগঠিত করে আগামী চসিক নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেন, মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অর্জনগুলো জনগণের ঘরে ঘরে গিয়ে তুলে ধরতে হবে। এম রেজাউল করিম চৌধুরী বলেন, আওয়ামী লীগের ঐক্যের ভিতকে আরো মজবুত করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা ও নেতাকর্মীদের পারষ্পরিক মতামতের ভিত্তিতে আমরা যে শক্তি অর্জন করেছি তার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সহসভাপতি এম জহিরুল আলম দোভাষ, ওয়ার্ড সভাপতি পেয়ার মোহাম্মদ, হাজী আলী বঙ, আবদুল হান্নান, অধ্যাপক মো. ইসমাইল, ফরিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, হাজী মো. হাসান, মিথুন বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন নিজু, লুৎফুল হক খুশি। উপস্থিত ছিলেন খোরশেদ আলম সুজন, এড. সুনীল কুমার সরকার, উপদেষ্টা শফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, সম্পাদকমণ্ডলীর সদস্য বদিউল আলম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মো. হোসেন, জোবাইরা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, মো. আবু তাহের, জহরলাল হাজারী, কার্যনির্বাহী সদস্য মো. আবুল মনসুর, গাজী শফিউল আজিম, কামরুল হাসান ভুলু, নুরুল আবছার মিয়া, জাফর আলম চৌধুরী, বখতিয়ার উদ্দিন খান, মহব্বত আলী খান, সাইফুদ্দিন খালেদ বাহার, ড. নেছার উদ্দিন মঞ্জু, রোটারিয়ান মো. ইলিয়াছ, হাজী মো. বেলাল আহমদ প্রমুখ। পরে ৩৭ নম্বর ওয়ার্ডে জানে আলমকে ভারপ্রাপ্ত সভাপতি এবং ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে আকবর হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। সভায় আগামী ২১ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী এম এ মান্নান এবং ২২ সেপ্টেম্বর সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুসাফিরখানা মসজিদে বিকাল ৩টায় খতমে কোরআন, বাদে আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত হয়।.tdi_3_60c.td-a-rec-img{text-align:left}.tdi_3_60c.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত