পরিযায়ীদের জন্যে ট্রেন চালিয়ে ক্ষতি হয়েছে রেলের, লোকসভায় দাবি মন্ত্রীর
এই সময় ডিজিটাল ডেস্ক: সেই মার্চ মাসে লকডাউন ঘোষণার পর থেকেই তাঁদের দুর্দশা শুরু। করোনা পরিস্থিতিতে 'পরিযায়ী শ্রমিক'দের নিদারুণ জীবনই হয়ে উঠেছিল মূল আলোচনার বিষয়। লকডাউনের ফলে তাঁদের বাড়ি ফিরতে না পারা, খাদ্য সংকট, বাড়ি ফিরতে হাজার-হাজার কিলোমিটার হাঁটা, খিদের জ্বালায় মৃত্যু এই সবই যেন ইতিহাস হয়ে গিয়েছে! এবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল লোকসভায় দাবি করলেন, দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়া অগণিত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে গিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতীয় রেল।