![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F4352853b-190f-46ba-b6f3-32de79c74db4%252Fbogura.png%3Frect%3D0%252C85%252C1600%252C840%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
বগুড়ায় সৎভাইয়ের হামলায় রুয়েটর ছাত্র আহত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর সৎভাইয়ের বিরুদ্ধে। আজ বুধবার সকাল সাতটার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওই শিক্ষার্থীর নাম হাফিজুর রহমান। তিনি উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের আজাহার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান করোনার কারণে কয়েক মাস ধরে নিজ বাড়িতে মা ও ভাইয়ের সঙ্গে অবস্থান করছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রুয়েট
- শিক্ষার্থী আহত
- দুই ভাই