You have reached your daily news limit

Please log in to continue


মন হবে সতেজ, বাড়িতেই এ বার পার্লারের মতো স্পা

'ওয়ার্ক ফ্রম হোম'-এর কারণে বাড়িতে থেকেও কোনও সময় নেই বেশিরভাগ মানুষেরই। সারা শরীরে ব্যথার সমস্যাও বেড়েছে। এ দিকে অনেক আবাসনে বা বাড়িতে এখন পরিচারিকা আসছেন না, তাই বাড়ির সব কাজ নিজেকেই করতে হচ্ছে৷ সমানাধিকারের যুগেও বাড়ির সব কাজ মহিলাদেরই করতে হচ্ছে। তাই নিজের যত্ন নিতে মাঝে মাঝে স্পা করতে পারেন। এতে মনও ভাল থাকে। শরীরও তরতাজা হয়ে ওঠে। তবে স্পা কিন্তু মহিলা ও পুরুষ উভয়েই করতে পারেন। নিউ নর্ম্যাল জীবনে মানসিক চাপ বেড়েছে অনেকটাই। সেই চাপ কাটাতেও পার্লারের মতো 'রিল্যাক্সিং স্পা' করতে পারেন বাড়িতেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন