বন্ধ সীমান্ত, তাই অভ্যন্তরীণ পর্যটনকেই উৎসাহ দিচ্ছে সিঙ্গাপুর

প্রথম আলো সিঙ্গাপুর প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৪

করোনা সংক্রমণ ঠেকাতে কঠোরভাবে সীমান্ত বন্ধ রাখতে বাধ্য হওয়ায় পর্যটন শিল্প নিয়ে বিপাকে পড়েছে সিঙ্গাপুর। প্রতিবছর অসংখ্য পর্যটক সিঙ্গাপুর ভ্রমণে যান। এ বছরের জানুয়ারিতেও প্রায় ১৭ লাখ বিদেশি পর্যটক পেয়েছিল তারা। যা গত বছরের একই সময়ের চেয়ে ৭০ হাজার বেশি। পরে কর্তৃপক্ষ করোনভাইরাস প্রাদুর্ভাবের বিস্তার নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে। গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিঙ্গাপুর পর্যটন বোর্ডের চেয়ারম্যান চ্যালি মাহ বলেন, এই মহামারির কারণে সিঙ্গাপুরের পর্যটন খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটি ছোট দেশ, আমাদের অভ্যন্তরীণ ভ্রমণের সুবিধা তেমন নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও