লাওতারো তো দূর, ডিপাইকে কেনার টাকাও নেই বার্সার

প্রথম আলো প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৭

বার্সেলোনায় নতুন স্ট্রাইকার লাগবে। কান পাতলেই বছরের পর বছর ধরে ভাঙা রেকর্ডের মতো বেজে চলেছে এই কথা। কিন্তু তারা নেবে কোন স্ট্রাইকার? লিওনেল মেসির সঙ্গে কে জুটি বেঁধে বার্সাকে এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে? এ প্রশ্নের জবাবে এত দিন ধরে ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজের নাম শোনা গেলেও নতুন কোচ রোনাল্ড কোম্যান আসার পর আলোচনা শুরু হয়েছিল লিওঁর ডাচ স্ট্রাইকার মেমফিস ডিপাইকে নিয়ে। সাবেক নেদারল্যান্ডস কোচ কোম্যান লাওতারোর চেয়ে স্বদেশি ডিপাইয়ের প্রতি-ই আগ্রহী বেশি।

লাওতারোকে ছেড়ে ডিপাইয়ের পিছু নেওয়ার আরও একটা কারণ, লাওতারোর আকাশচুম্বী দাম। ন্যূনতম ১১ কোটি ইউরো না পেলে লাওতারোকে ছাড়বেই না ইন্টার মিলান, এটা তারা সাফ জানিয়ে দিয়েছে। ওদিকে লাওতারোর চেয়ে তিন বছরের বড় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ডিপাইয়ের জন্য আড়াই কোটি ইউরো হলেই চলবে, জানিয়েছিল নির্ভরযোগ্য ডাচ সংবাদমাধ্যম দে টেলিগ্রাফ। তাঁরা জানিয়েছিল, ডিপাইয়ের জন্য বার্সেলোনার আড়াই কোটি ইউরোর প্রস্তাবে রাজি হয়েছে লিওঁ। সঙ্গে বিভিন্ন পারফরম্যান্স সংক্রান্ত বোনাসের কারণে বাড়তি পঞ্চাশ লাখ ইউরো দেবে বার্সা বিভিন্ন সময়ে। প্রিয় ছাত্রের সঙ্গে এর মধ্যে ফোনে কথা বলে তাঁকে বার্সায় আসতে রাজি করিয়েছেন কোম্যান। 'মেসির সঙ্গে খেলতে যাচ্ছেন মেমফিস,' লিখেছিল দে টেলিগ্রাফ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও