১২ মিলিয়ন ডলার নিহত কৃষ্ণাঙ্গ ব্রেওনার পরিবারকে

ডয়েচ ভেল (জার্মানী) আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:০১

ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানালেন অ্যামেরিকার কেনটাকি অঞ্চলের লুইভিলের মেয়র। গত মার্চ মাসে লুইভিলের পুলিশ গুলি করে হত্যা করেছিল কৃষ্ণাঙ্গ ব্রেওনা টেলরকে। মেয়র গ্রেগ ফিশার মঙ্গলবার জানান, ওই হত্যার জন্য ব্রেওনার পরিবারের হাতে ১২ মিলিয়ন মার্কিন ডলার তুলে দেওয়া হবে। অ্যামেরিকার ইতিহাসে যা অভূতপূর্ব। একই সঙ্গে রাজ্যের পুলিশ প্রশাসনে ঢালাও সংস্কার হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এ বছর মার্চ মাসে ব্রেওনা টেলরের বাড়িতে দরজা ভেঙে ঢুকে পড়েছিল পুলিশ। ২৬ বছরের ব্রেওনা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে ওই বাড়িতে থাকতেন। কাজ করতেন একটি হাসপাতালের ইমার্জেন্সিতে। পুলিশের দাবি, ড্রাগ রয়েছে এই সন্দেহেই তাঁদের বাড়িতে আচমকা ঢুকে পড়া হয়েছিল। এমন ভাবে পুরো ঘটনাটি ঘটে যে, ব্রেওনার বয়ফ্রেন্ড একবার গুলি ছোড়েন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও