ফুসফুসের ক্যানসার প্রতিরোধে সতর্কতা
প্রথম আলো
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৭
পুরুষদের ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার হার তুলনামূলক বেশি। ফুসফুসের ওপর প্রতিনিয়ত অত্যাচারই এর জন্য দায়ী। যাঁরা ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত, যেমন অ্যাসবেস্টস কারখানার কর্মী কিংবা প্রচুর ধুলাবালুর মধ্যে কাজ করেন, এমন ব্যক্তিদের এ ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। এ ছাড়া ধূমপায়ী বা তামাকসেবীদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। ৯০ শতাংশ ক্ষেত্রে ফুসফুসের ক্যানসার হয় তাঁদের, যাঁরা ধূমপান করেন। প্রায় ৪০ শতাংশ ক্ষেত্রে ফুসফুসের ক্যানসার ধরা পড়ে শেষ পর্যায়ে গিয়ে। এর অন্যতম কারণ, অবহেলা। কাজেই ছোটখাটো লক্ষণগুলো অবহেলা না করে বক্ষব্যাধি বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত।