মানুষের হাসির মূলমন্ত্র হচ্ছে সুন্দর ঝকঝকে দাঁত। কিন্তু এই দাঁতেই যদি হলদেটে ভাব ত্থাকে, তাহলে হাসিটাও অসুন্দর হয়ে যায়। আর হলদেটে দাঁত সবারই চোখে লাগে যা এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। মূলত আমরা নানা রকমের খাবার খেতে খেতে সাদা দাঁত একসময় হলদেটে হয়ে যায়। চা-কফি পান বা ধূমপান করাতে দাঁত কালোও হয়ে যায়। অনেকের দাঁতের ফাঁকে ফাঁকে বিশ্রী দেখতে আস্তরণ,
দাঁতের ওপর ছোপ, সুন্দর হাসিকেই নষ্ট করে দেয়। যার ভয়ে খোলা মনের হাসি প্রাণ থেকে আসে বটে; কিন্তু ঠোঁটের ব্যারিকেড থেকে আর বেরোতে পারে না। তবে এ সব কিছুর সমাধান মিলবে ঘরে বসেই মাত্র ৩ মিনিটে। এক চামচ বেকিং সোডা আর তাতে লেবু ও পানি নিয়ে ঝটপট তৈরি করে নিন একটা মিশ্রণ। ততক্ষণ পর্যন্ত ভালো করে মেশান, যতক্ষণ না তা পেস্টের মত হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.