নভেল করোনাভাইরাসের কবলে বিধ্বস্ত মানুষের জীবন। বদলেছে জীবনযাত্রা। বদলে গেছে ক্রিকেট বিশ্বও। এ পরিস্থিতে শুধু ইংল্যান্ড ছাড়া সব দেশই এখনো ক্রিকেটহীন। তবুও প্রায় ২০ কোটি পাউন্ড ক্ষতির মুখে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দুই হাজার ২০১ কোটি ৮৩ লাখ টাকার বেশি।
এই ক্ষতি সামাল দিতে ৬২ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এর পাশাপাশি জানিয়েছে, ঠিক কতটা আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসিবি।
এক বিবৃতিতে ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেছেন, ‘আধুনিককালে ক্রিকেট সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইসিবির আর্থিক বিষয়াদি টেকসই করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.