জম্মু-কাশ্মীরের রাজৌরিতে পাক গোলায় শহিদ জওয়ান, জখম অফিসার-সহ ২

এইসময় (ভারত) জম্মু ও কাশ্মীর প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৯

বিনা প্ররোচনায় জম্মু-কাশ্মীরের বিভিন্ন সেক্টরে পাকিস্তানের লাগাতার সংঘর্ষবিরতি চলছে। মঙ্গলবার রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখায় পাক গোলাবর্ষণের আঘাতে শহিদ হয়েছেন ভারতীয় সেনা বাহিনীর এক জওয়ান। জখম হয়েছেন এক সেনা অফিসার-সহ আরও দু'জন। সেনার তরফে আগে এক বিবৃতিতে অফিসার-সহ তিন সেনা জওয়ানের ঘায়েল হওয়ার খবর ঘোষণা করা হয়েছিল। পরে, রাতের দিকে আহত এক জওয়ান হাসপাতালে চিকিত্‍‌সাধীন অবস্থায় মারা যান।

সেনা সূত্রে খবর, এদিন বেলায় রাজৌরির সুন্দরবনি সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালাতে শুরু করে পাকিস্তান। ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি করার পাশাপাশি মর্টার শেলও ছোড়া হয়েছে। তাতেই ভারতীয় সেনা বাহিনীর এক অফিসার-সহ তিন জন ঘায়েল হন। পরে, এক জওয়ানের মৃত্যু হয়। বাকি দু-জন সেনা হাসপাতালে চিকিত্‍‌সাধীন রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও