কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রকৃতির পাঠশালা

দৈনিক আজাদী প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:১০

কলেজ থেকে এসে খালামনি দেখলো মন খারাপ করে বসে আছে নদী। হাঁটু গেড়ে পাশে বসলো খালামনি।
– কিরে, মন খারাপ তোর?
– হুম।
– ঘুরতে যাবি এক জায়গায়?
ঘুরতে যাওয়ার কথা শুনে মুহূর্তেই মনটা ভালো হয়ে গেলো। এক লাফে খালামনির কোলে চড়ে বসলো নদী।
নানুবাড়িতে এসে একদমই ভালো লাগছে না ওর। মা-র শরীর খারাপ। সারাদিন শুয়ে বসে থাকে। নানা-নানু যে যার কাজে ব্যস্ত। স্কুল ফেলে এসে একদমই ভালো লাগছে না। কতো আনন্দ হয় স্কুলে। সাজানো গোছানো ক্লাস রুম, রুমের দেয়ালে দেয়ালে ফুল, পাখি, মাছ, লতাপাতার ছবি আঁকা। যেন একটা বনের ভেতর গাছের ছায়ায় ক্লাস করছে সবাই।পুরো স্কুলটাকে নিজের মনের মতো সাজিয়েছেন স্যার। স্কুলে ঢুকলেই মনে হয় যেন একটা ফুলের বাগান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে