নির্মম আপন, পরের মমতা
ছোট্ট তুলতুলে মায়াভরা মুখটি উপেক্ষা করে কী কারণে এক-দেড় মাসের শিশুটিকে বাক্সবন্দী করে রেখে যাওয়া হয়েছিল, তা জানা যায়নি। তবে একজন হারুনকে জানা গেছে, যিনি শিশুটিকে পরম মমতায় বুকে আগলে রাতভর থানা আর হাসপাতালে ছোটাছুটি করেছিলেন। হারুনের ভাষায়, ‘কী মায়া, বোঝানো যাইব না!’
পৃথিবী চেনার আগেই আপনজনের নিষ্ঠুরতার শিকার ছেলেশিশুটিকে গত রোববার রাতে শাহবাগে একটি বাস কাউন্টারের বাক্স আকৃতির টেবিলের ঢাকনার নিচে আটকে থাকা অবস্থায় পান মো. হারুন (২৬)। শিশুটিকে নিয়ে ভোর পর্যন্ত তিনি থানা-হাসপাতালে ছোটাছুটি করেছেন। টিনের দুধ, ফিডার কিনে দুধ বানিয়ে খাইয়েছেন। পেশায় বাবুর্চি হারুনের ভাষায়, ‘বাচ্চার ওপর মায়া পইড়া গেছে।’ তাই শিশুটির অভিভাবকত্ব পেতে এখন আইনি প্রক্রিয়ায় যেতে চাইছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মমতা
- মানবিকতা
- নবজাতক উদ্ধার
- অভিভাবকত্ব