কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রবৃদ্ধিতে এশিয়ার শীর্ষে থাকবে বাংলাদেশ : অর্থমন্ত্রী

ইত্তেফাক অর্থ মন্ত্রণালয় প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৩০

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রবৃদ্ধিতে বাংলাদেশ এশিয়ার শীর্ষ দেশের তালিকায় থাকবে। আমাদের রেমিট্যান্সের অবস্থা অত্যন্ত ভাল, গত দুমাসে শুধু রেমিট্যান্সেই আমাদের ৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। রফতানি বাণিজ্য পুনরায় আশানুরূপ অবস্থানে আসতে শুরু করেছে। তাই সবকিছু মিলে আশা করা যায় চলতি ২০২০-২১ অর্থবছরের শেষ নাগাদ মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৮ দশমিক ১ থেকে ৮ দশমিক ২ শতাংশের মধ্যে থাকবে।

মঙ্গলবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশিত অর্থনীতির পূর্বাভাস প্রতিবেদনে বাংলাদেশের চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ বিষয়ে দেওয়া এক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি আরো উল্লেখ করেন, এডিবির এ প্রাক্কলন অনুযায়ী চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি এ অঞ্চলে চীন ও ভারতে পরেই অবস্থান করছে। যেখানে কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ডের কারো অবস্থান বাংলাদেশের উপরে নয়। আশা করা যায় এ অর্থবছরেও এশিয়ার মধ্যে আমাদের অবস্থান সবার উপরে থাকবে। এডিবির পূর্বাভাস অনুযায়ী শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও