![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Ffe31afcd-9c7a-42f8-bfec-9e8658a3c6fe%252F2ff86f02_08fd_49c8_b65d_3bb2afbb9d6c.jpg%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-08%252Fe9790f38-4165-41c5-9a09-ffa7e2777cf0%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
বঙ্গোপসাগরের সম্ভাবনাকে কাজে লাগানোর তাগিদ
ভূরাজনীতি, অর্থনীতি, ব্যবসাসহ বঙ্গোপসাগরকে ঘিরে বিশ্বের বড় শক্তিগুলোর আগ্রহ প্রতিনিয়ত বাড়ছে। করোনাভাইরাসের সংক্রমণের পর এ অঞ্চলের গুরুত্ব আগের চেয়ে বেড়েছে। এমন এক প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের সামনে যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে সমন্বিত পদক্ষেপ নেওয়াটা জরুরি।
গতকাল মঙ্গলবার বঙ্গোপসাগরের ক্রমবর্ধমান গুরুত্ববিষয়ক এক ওয়েবিনারে বক্তারা এমন মন্তব্য করেন। ‘কোভিড–১৯–পরবর্তী বিশ্বে বাংলাদেশের জন্য বঙ্গোপসাগরের ক্রমবর্ধমান রাজনৈতিক, প্রতিবেশগত ও আঞ্চলিক গুরুত্ব’ শীর্ষক ওই ওয়েবিনারের আয়োজন করা হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিমরাড) এবং আইইউবির ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি) যৌথভাবে ওই ওয়েবিনারের আয়োজন করে।