কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাদকাসক্তি অপরাধ? আমাদের আইনের গোড়াতেই গলদ

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৪

‘ড্রাগস’ এবং ‘আসক্তি’ শব্দ দু’টি অঙ্গাঙ্গী ভাবে জড়িত। রিয়া চক্রবর্তীকে মুম্বইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার করে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রোপিক সবস্ট্যান্সেস (এনডিপিএস) আইন নির্ধারিত নানা অভিযোগের ভিত্তিতে। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে যাঁদের গ্রেফতার করা হয়েছে, রিয়া তাঁদের মধ্যে অষ্টম।

ভিডিয়ো কনফারেন্স মারফত তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করার আগে রিয়ার মেডিক্যাল টেস্ট করানো হয়। এনসিবি তাঁকে পর পর তিন দিন তাঁর সঙ্গে সুশান্তের সম্পর্ক ও মাদক ব্যবহার নিয়ে জেরা করে। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে— প্রথমে জেরায় রিয়া স্বীকার করেন, তিনি সুশান্তের জন্য মাদক সংগ্রহ করেছেন এবং নিজেও মাঝে মাঝে মাদক নিয়েছেন। কিন্তু পরে সেই স্বীকারোক্তি প্রত্যাহার করে রিয়া দাবি করেন, তাঁকে দিয়ে জোর করে কথাগুলো বলিয়ে নেওয়া হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও