ফ্রন্টলাইন কর্মীদের জন্য আমিরাতে করোনা ভ্যাকসিনের অনুমোদন
সংযুক্ত আরব আমিরাতে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ ফ্রন্টলাইন কর্মী ও চিকিৎসকদের জন্য অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রাহমান আল ওয়েস বলেছেন, আমিরাতে ৬ সপ্তাহব্যাপী করোনার যে ভ্যাকসিনের মানব ট্রায়াল হয়েছে সেটার ডোজ প্রয়োগের অনুমোদন পাওয়া গেছে।
যারা ফ্রন্টলাইন কোভিড চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন শুরুতেই তাদের এ ভ্যাকসিন দেয়া অবিলম্বে শুরু হবে।
মন্ত্রী আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে গণমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ফ্রন্টলাইন কর্মীদের পরপরই ফাইনাল পরীক্ষা শেষে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হবে। আমিরাতে সব নাগরিক ভ্যাকসিন পাবেন।