কোমা থেকে জেগে প্রথম ছবি শেয়ার করলেন নাভালনি
জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন রুশ বিরোধী নেতা আলেক্সেই নাভালনি কোমা থেকে সেরে উঠে প্রথম ছবি শেয়ার করেছেন। মঙ্গলবার তিনি ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে তাতে লিখেছেন, আমি নাভালনি বলছি। আপনাদের মিস করছি। এখনো খুব বেশি সেরে উঠতে পারিনি। তবে মঙ্গলবার থেকে সারা দিন আমি নিজে নিজে নিঃশ্বাস নিতে পেরেছি।
তিনি লেখেন, কোনো কিছুর সাহায্য নিতে হচ্ছে না। গলায় ভাল্বও নিইনি। এটা করতে পেরে আমার খুব ভালো লাগছে। গত ২০ আগস্ট রাশিয়ার ৪৪ বছর বয়সী নাভালনি রাশিয়ার একটি বিমানে করে যাওয়ার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন। দু’দিন পরে তাকে জার্মানির একটি দাতব্য হাসপাতালে নিয়ে আসা হয়।
সেখানে জার্মান চিকিৎসকরা জানান, নাভালনিকে নভিচক গ্যাস প্রয়োগ করা হয়েছে। নার্ভ গ্যাস নামের এই গ্যাসটি সোভিয়েত যুগে ব্যবহার করা হতো। ব্রিটেন দাবি করেছে, ২০১৮ সালে ইংল্যান্ডে সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের ওপরও প্রয়োগ করা হয়েছিল।