![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F3e71b05f-4701-4bc4-9899-95d4d13c4880%252FMessi_Foul.jpg%3Frect%3D0%252C0%252C1200%252C630%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সেরা বলেই লাথি খেতে হবে মেসিকে
বার্সেলোনা সমর্থকদের মনে শান্তি ফিরেছে গত শনিবার। তৃতীয় বিভাগের দল জিমনাস্তিচ দে তারাগোনার বিপক্ষে সেদিন প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল বার্সা। সমর্থকদের স্বস্তি দিয়ে মেসির হাতেই বার্সা অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে। তবে প্রথমার্ধের খেলা মেসি মোটেও স্বস্তিতে ছিলেন না। হাভিয়ের রিবেয়েস নামের এক নাছোড়বান্দা যে সেদিন তাঁকে বড্ড যন্ত্রণা দিয়েছেন।
দুই দলের মধ্যে যোজন যোজন তফাত। তবে প্রীতি ম্যাচের ব্যবধানটা ৩-১ এ রাখতে পেরেছিল জিমনাস্তিচ। কারণ, প্রীতি ম্যাচের আবহ ভুলে যেকোনোভাবেই হোক প্রতিপক্ষের মূল অস্ত্রকে দমিয়ে রাখার পরিকল্পনা নিয়ে নেমেছিল তারা। যেমন মেসিকে আটকাতে আদি ও অকৃত্রিম উপায়ই বেছে নিয়েছিলেন রিবেয়েস। ক্রমাগত লাথি মেরে মেসিকে স্বাভাবিক খেলা খেলতে দেননি এই মিডফিল্ডার। এতে ক্ষেপে গিয়ে মেসি একপর্যায়ে তাঁকে বেশ করে ‘বকে’ দেন।