দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১৯২তম দিনেও সাম্প্রতিক সময়ের মতো সুস্থতার হার বেড়েছে। নতুন করে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ০১ শতাংশ। এসময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৯ জন।
নতুন করে ১ হাজার ৭২৪ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৩ জন মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১৪ হাজার ৬৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫০টি। এ নিয়ে দেশে মোট ১৭ লাখ ৫৬ হাজার ৭৪৬টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় নতুন করে শনাক্তের হার ১২.২৭ শতাংশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.