মার্শেইয়ের আলভারো গঞ্জালেসের বিরুদ্ধে বর্ণবাদী আন্দোলনের অভিযোগ তুলেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। আদৌ নেইমারের সঙ্গে গঞ্জালেস বর্ণবাদী আচরণ করেছেন কি না, সেটা নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে। এর মধ্যে নিজের ক্লাব পিএসজিকে পাশে পাচ্ছেন নেইমার। তদন্তের ফল যা-ই আসুক, ক্লাবের গুরুত্বপূর্ণ তারকার পাশে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজি ও মার্শেইয়ের মধ্যকার ম্যাচে ঘটনাটি ঘটে। মার্শেইয়ের কাছে ১-০ গোলে হেরে যায় পিএসজি। ম্যাচটির শেষে লেয়ান্দ্রো ড্যানিয়েল পারেদেসের এক ফাউলকে কেন্দ্র করে তর্কে জড়িয়ে যায় দুদল। তর্ক একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। তখন গঞ্জালেসের মাথার পেছনে থাপ্পড় দিতে দেখা যায় নেইমারকে। পরে টুইট বার্তায় নেইমার জানান, গঞ্জালেস নাকি বর্ণবাদী আচরণ করেছেন।
এ ব্যাপারে নিজেদের অবস্থান জানাতে এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘পিএসজি খুবই আন্তরিকভাবে নেইমারকে সমর্থন দিচ্ছে। তিনি বলেছেন, তাঁর সঙ্গে প্রতিপক্ষের একজন খেলোয়াড় বর্ণবাদী আচরণ করেছেন। ক্লাব আবারও ব্যাপারটা পরিষ্কার করে বলতে চায়, সমাজের কোনো জায়গায় বর্ণবাদের জায়গা নেই। না ফুটবলে, না আমাদের ব্যক্তিগত জীবনে। আমরা আশা করি, এই জঘন্য আচরণের প্রত্যেক প্রকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবে সবাই।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.