You have reached your daily news limit

Please log in to continue


রেখার ওড়না দিয়েই আত্মহত্যা করেছিলেন স্বামী, পেয়েছিলেন ‘ডাইনি’ তকমা

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেখা উজ্জ্বল নক্ষত্রের নাম। তার চিরকালীন সৌন্দর্যে মুগ্ধ হননি এমন মানুষ খুব কমই রয়েছে। ক্যারিয়ার যে সময় শুরু করেছিলেন তার থেকে কোনো অংশে রেখার রূপ ঔজ্জল্য কমে যায়নি এখনো। এক সময় বলা হত খ্যাতি এবং সুনাম অর্জনের জন্য বহুদূর যেতে পারতেন রেখা। বড় পর্দার ক্যানভাসে নানা চরিত্রে তাকে লাগালেও তিনি আসলে কেমন তা নিয়ে বরাবরই রহস্য থেকে গিয়েছে। ৬৫ বছর বয়সে তার সৌন্দর্যে কোনরকম ঘাটতি পড়েনি। সেই একই লাবণ্য, একি কালো হরিণ-চোখ, এক ঢাল কালো লম্বা চুল, তন্বী চেহারা এবং সেই ব্যক্তিত্ব যা এক লহমায় মানুষকে মুগ্ধ করে দিতে পারে। তবে এই চিরযৌবনা লাস্যময়ীকেও একসময় খুনির তকমা পেতে হয়েছিল। প্রায় ধ্বংস হতে বসেছিল তার ক্যারিয়ার। কিন্তু সেই খারাপ দিন অতিক্রম করে একইভাবে ভক্তদের মনে থেকে গিয়েছেন রেখা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন