You have reached your daily news limit

Please log in to continue


দেশের বাজারে হুয়াওয়ের আলোচিত ফোন পি ৪০ প্রো

বাজার মাতিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি ৪০ প্রো। এবার দেশের বাজারে পাওয়া যাচ্ছে ‘ভিশনারি ফটোগ্রাফি’র এ স্মার্টফোনটি। এটিই বাংলাদেশে হুয়াওয়ের প্রথম ফাইভজি ফোন। শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের পি৪০ প্রো ডিভাইসে রয়েছে দুর্দান্ত সব ফিচার। ৮জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রমের ফোনটি চলবে ইএমইউআই ১০.১ অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে অ্যানড্রয়েড ১০ এবং কিরিন ৯৯০ ৫জি প্রসেসর। চারদিকে বাঁকানো ৬.৫৮ ইঞ্চির হুয়াওয়ে কোয়াড কার্ভড ওভারফ্লো ডিসপ্লে ফোনটিকে দিয়েছে আকর্ষণীয় লুক। ডিভাইসটির ক্যামেরা ও ফটোগ্রাফি কোয়ালিটি এরইমধ্যে বেশ আলোচিত হয়েছে। এতে রয়েছে আল্ট্রা ভিশন লেইকা কোয়াড ক্যামেরা। এর টাইম-অব-ফ্লাইট ডেপথ সেন্সর টেলিফটো লেন্সকে পেরিস্কোপ লেন্সে উন্নীত করে প্রফেশনাল ফটোগ্রাফির স্বাদ দেবে। জানা গেছে, ডিভাইসে আলোর প্রতিফলনে পাওয়া যাবে ৫০এক্স অপটিক্যাল জুম সুবিধা। থাকছে টিওএফ ডেপথ সেন্সর ও কালার টেম্পারেচার সেন্সরসহ কোয়াড ক্যামেরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন