![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F02%2Fabrar.jpeg%3Fitok%3DRfxeYGGn)
আবরার হত্যা মামলায় বিচার শুরুর আদেশ আজ
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী (২২) হত্যা মামলায় ২৫ আসামির বিচার শুরু হবে কি না, সেই আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য রয়েছে। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে এ মামলার শুনানি হবে।
মামলার অন্যতম আসামি বুয়েট ছাত্রলীগের বহিষ্কৃত আইনবিষয়ক উপসম্পাদক অমিত সাহার আইনজীবী মুনজুর আলম এ তথ্য জানিয়েছেন। এদিকে, মামলার ২২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।