টাকায় আর আনছে না টাকা

বাংলা ট্রিবিউন বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:০০

অর্থনীতির প্রচলিত প্রবাদ—‘টাকায় টাকা আনে’। কিন্তু বাংলাদেশের বর্তমান অর্থনীতি এক ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে, একদিকে টাকা রাখার খরচই ওঠাতে পারছে না ব্যাংক, অন্যদিকে ব্যাংকে টাকা রেখে সংসার চলছে না আমানতকারীদের। আমানতকারীদের অনেকেই বলছেন, ব্যাংকে টাকা জমা রেখে তারা আগের মতো মুনাফা পাচ্ছেন না। আবার ব্যাংকের এমডিরা বলছেন, ঋণ দিলে সেগুলো ফেরত আসে না। অথচ আমানতের বিপরীতে ঠিকই সুদ গুনতে গিয়ে ব্যাংকের খরচ বেড়ে যাচ্ছে। অর্থাৎ, আমানত নিয়ে ব্যাংক ও গ্রাহক উভয়ই বিপদে রয়েছে।

আমানত নিয়ে ব্যাংকগুলো যে বিপদে আছে, তার প্রমাণ মেলে সরকারের ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগের চিত্র দেখলেই। ব্যাংক খাত থেকে সরকারকে দুই হাজার কোটি টাকার ঋণের ব্যবস্থা করে দেওয়ার জন্য গত ৮ সেপ্টেম্বর নিলামের আয়োজন করেছিল কেন্দ্রীয় ব্যাংক। সেখানে প্রায় ১১ হাজার কোটি টাকা নিয়ে হাজির হয় ব্যাংকগুলো। তার দুই দিন আগে ৬ সেপ্টেম্বর আড়াই হাজার কোটি টাকার বিপরীতে ব্যাংকগুলো ১২ হাজার কোটি টাকা নিয়ে হাজির হয় কেন্দ্রীয় ব্যাংকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও