You have reached your daily news limit

Please log in to continue


বাঁশখালীতে বিট পুলিশিং কার্যক্রম শুরু

.tdi_2_0f0.td-a-rec-img{text-align:left}.tdi_2_0f0.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});‘মুজিব বর্ষের অঙ্গীকার- পুলিশ হবে জনতার’ এ শ্লোগানকে সামনে রেখে বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রম গতকাল সোমবার শুরু হয়েছে। উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার ( আনোয়ারা সার্কেল) মো. মফিজ উদ্দিন। এ সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার, ওসি তদন্ত মো. কামাল উদ্দিন, পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ, কাউন্সিলর জমশেদ আলম, রুজিয়া সুলতানা রুজি, আজগর হোসেন, রুজিয়া আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, বাঁশখালীতে ১৭টি পুলিশিং বিটের কার্যক্রম চলবে। তার মধ্যে পৌরসভায় ৩টি এবং প্রতিটি ইউনিয়নে ১ টি করে বিট থাকবে। যার মাধ্যমে ঐ এলাকার যে কোন সমস্যা অবহিত করে সহজে প্রতিকার পাওয়া যাবে।.tdi_3_5df.td-a-rec-img{text-align:left}.tdi_3_5df.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন