ট্রিমারের হালচাল
প্রথম আলো
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৩০
অনেকে প্রয়োজন থাকার পরও বাইরে যাচ্ছেন না এখন। বাইরের কাজ যদি ঘরে বসে করা যায়, তাহলে বাইরে যাওয়ার আর কী দরকার! এই যেমন চুল–দাড়ির কথাই যদি বলি। করোনাভাইরাসের ভয়ে অনেকেই সেলুনে কম যাচ্ছেন। বিকল্প হিসেবে বাসাতেই ট্রিমার দিয়ে ছোট করছেন চুল বা দাড়ি। ট্রিমারের কারণে কাজটা সহজ হয়েছে অনেক। তাই বাজারে ছেলেদের সৌন্দর্যপণ্যের মধ্যে এখন চাহিদার দিক থেকে ওপরের দিকে অবস্থান করছে ট্রিমার।
দেশের জনপ্রিয় অনলাইন শপ দারাজের পিআর মিডিয়া কমিউনিকেশনের প্রধান সায়ন্তনী ত্বিশা জানান, ‘করোনাকালে আমাদের প্রতিষ্ঠানে ট্রিমারের চাহিদা বেড়েছে প্রচুর। সাধারণ সময়ের চেয়ে ছয় গুণ বেশি ট্রিমারের অর্ডার এসেছে এ বছরের মার্চের পর থেকে। অর্ডার করা প্রায় শতভাগ (৯৫ শতাংশ) ক্রেতাই পণ্যটি বুঝে নিয়েছেন।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে