আগামী বছর হবে ফাইভ-জি স্মার্টফোনের
প্রথম আলো
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৫
বিশ্ব করোনাকালে নতুন স্বাভাবিকের সঙ্গে মানিয়ে নিচ্ছে। ধীরে ধীরে চাঙা হচ্ছে স্মার্টফোনের বাজার। তবে এ বছর ফাইভ-জি নেটওয়ার্ক–সমর্থিত স্মার্টফোনের বাজার কিছুটা কমতে দেখা যাবে। কিন্তু আগামী বছর থেকেই ফাইভ-জি স্মার্টফোনের বাজার আবার ঘুরে দাঁড়াবে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গবেষকেরা ২০১৯ সালের তুলনায় এ বছরে স্মার্টফোনের বাজার ১০ দশমিক ৭ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন। তবে ২০২১ সালে বাজার আবার ৯ দশমিক ৯ শতাংশ বাড়তে পারে। আগামী বছরে ১৩০ কোটি ইউনিটের বেশি স্মার্টফোন বিক্রি হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ৫জি নেটওয়ার্ক
- ৫জি স্মার্টফোন