রেস্তোরাঁয় বিমানের সেবা!
বিমান চলাচল কয়েকমাস ধরেই বন্ধ। তাই অনেকে বিমানের খাবারগুলোও মিস করছেন। আকাশে না উড়লেও যাত্রীদের কাছে খাবার পৌঁছে দিতে এবার থাই এয়ারওয়েজ নিয়েছে অভিনব উদ্যোগ। ইন-ফ্লাইটে সব সুবিধা, কেবিন ক্রু, আসন থেকে শুরু করে অঙ্গবিন্যাস সবটাই থাই এয়ারওয়েজের সিট ও যন্ত্রাংশ ব্যবহার করে তৈরি করেছে এক অভিনব রেস্তোরাঁ। ফলে এর ভিতরে প্রবেশ করলে আপনার মনে হবে বিমানের ভিতরেই বসে আছেন। বৃহস্পতিবার সেখানে শতাধিক মানুষকে খাবার খাওয়ানো হয়েছে।
আন্তর্জাতিক ও বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় আপাতত আকাশে উড়ছে না থাই এয়ারওয়েজ। তাই পর্যটকরা যাতে থাই এয়ারওয়েজের ফ্লেভার ভুলে না যান- সে জন্য সাজানো হয়েছে এমন রেস্তোরাঁ। ফক্স নিউজর একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ওই রেস্তোরাঁয় খাবার খেতে হলে বিমানের টিকেট থাকার প্রয়োজন নেই।