ইতিহাসের এই দিনে: সিরিয়ার সর্বশেষ সাহাবির জন্ম
আজ ১৫ সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৭ তম (অধিবর্ষে ২৫৮ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলী ৯৯৪ - ওরেন্তেসের যুদ্ধে বাজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ফাতেমীয়রা বড় ধরনের বিজয় লাভ করে। ১৬৫৬ - ইংল্যান্ড ও ফ্রান্স শান্তিচুক্তি স্বাক্ষর করে। ১৭৭৬ - ব্রিটেন ম্যানহাটান দখল করে।
১৮১২ - নেপোলিয়নের ফরাসি বাহিনী মস্কোর ক্রেমলিনে তাঁবু গাড়ে। ১৮১২ - ফরাসি দখলদারি প্রতিহত করতে রুশরা মস্কোয় আগুন লাগিয়ে দেয়। ১৮২১ - মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকা স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷ ১৮৩৫ - ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়।
- ট্যাগ:
- জটিল
- সাহাবি
- ইতিহাসের এই দিনে
- জাতিসংঘ