বিদ্যুৎ উৎপাদনে কয়লার বিকল্প এলএনজি হতে পারে না: সিপিডি
বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনে কয়লার বিকল্প হিসেবে কোনোভাবেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ব্যবহার করা ঠিক হবে না। কারণ, এতে বিদ্যুৎ উৎপাদন খরচ ভবিষ্যতে আরো বেড়ে যাবে; পরিবেশ দূষণও খুব বেশি বন্ধ হবে না। তাই পরিবেশ দূষণকারী কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে এসে বিকল্প হিসেবে এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদন কোনোভাবেই ঠিক হবে না। বরং কয়লা থেকে জ্বালানি উৎপাদন না করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে আমাদের গুরুত্ব দিতে হবে।
সোমবার বেসরকারি খাতের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘বিদ্যুৎ উৎপাদনে কয়লা বর্জন: সরকারি উদ্যোগ ও কতিপয় সুপারিশ’ শীর্ষক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এসব পরামর্শ উঠে আসে। ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংযে মূল প্রতিবেদন উপস্থাপনা করেন সিপিডির সিনিয়র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। এছাড়া বক্তৃতা করেন সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।