ভারতে গেল ইলিশের প্রথম চালান
দুর্গাপূজা সামনে রেখে ভারতে গতকাল সোমবার ১২ মেট্রিক টন ইলিশের প্রথম চালান বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দর মৎস্য কোয়ারেনটাইন পরিদর্শক আসওয়াদুল আলম। আসওয়াদুল জানান, ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে গত ১০ সেপ্টেম্বর এক হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার। এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে বাংলাদেশের নয়টি প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানকে ১৫০ থেকে ১৭৫ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।