![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/03/5ffa3634c8a1bc8dc06f16d220d33bf5-5f50cbf9223ef.jpg?jadewits_media_id=686676)
হাতের সঙ্গে ইউএনও ওয়াহিদার ডান পায়েরও উন্নতি
বাংলা ট্রিবিউন
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৫১
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি ডান হাত পুরোটা নাড়াতে পারছেন। এমনকি ডান পাও কিছুটা নাড়াতে পারছেন। ওয়াহিদা খানমের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড প্রধান অধ্যাপক ডা. জাহেদ হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।