![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/09/14/205946_bangladesh_pratidin_BOGRA-DHUNAT-002.jpg)
ধুনটে অবৈধভাবে বিদ্যালয়ের ৭০টি গাছের চারা কর্তন
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের জায়গা থেকে শত্রুতা করে অবৈধভাবে ৭০টি বেলজিয়াম গাছের চারা কর্তনের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সোমবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিক বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযাগ দায়ের করেছেন।