![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F14%2Fsadek-bachchu_1.jpg%3Fitok%3DvwQUh97W)
শেষবারের মতো এফডিসিতে যাওয়া হচ্ছে না
যে এফডিসিতে জীবনের দীর্ঘ সময় লাইট, ক্যামেরা আর অ্যাকশনের মধ্যে কাটিয়েছেন সাদেক বাচ্চু, সে এফডিসিতে শেষবারের মতো যাওয়া হচ্ছে না তাঁর। করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় ‘মাল্টিঅরগান ফেইলিয়রে’ মৃত্যুবরণ করায় তাঁর মরদেহ এফডিসিতে নেওয়া হচ্ছে না।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা চেয়েছিলাম শেষবারের মতো তাঁকে তাঁর প্রিয় স্থান এফডিসিতে নিতে। কিন্তু তাঁর পরিবার চাচ্ছে না এ অবস্থায় (করোনাভাইরাসে আক্রান্ত) তাঁকে এফডিসিতে নিতে। সাদেক বাচ্চুর ভাই একজন ডাক্তার, তিনি কিছুতেই রাজি হচ্ছেন না। কিন্তু আমরা আমাদের পক্ষে তাঁকে এফডিসিতে নিতে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম।’