সাবরিনার আইনজীবীদের নথি দেখাতে হাই কোর্টের নির্দেশ
জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির মামলার অভিযোগপত্রের সঙ্গে যুক্ত করোনাভাইরাস পরীক্ষা সংক্রান্ত নথি বরখাস্ত সরকারি চিকিৎসক সাবরিনা চৌধুরীর আইনজীবীদের দেখতে দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সেসঙ্গে এ মামলায় যেসব নথি বিচারিক আদালতে প্রদর্শন করা হয়েছে বা হবে, সেসব নথিও তাদের কাছে সরবরাহ করতে বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুজ্জামান তুহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।