ইউরোপে করোনার দ্বিতীয় তরঙ্গের আশঙ্কা
প্রথম আলো
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৪
একসময় ইউরোপ হয়ে উঠেছিল করোনা মহামারির ‘হটস্পট’। পরে তা সরে যায় বিশ্বের অন্যান্য জায়গায়। এখন ইউরোপে করোনার দ্বিতীয় তরঙ্গের আশঙ্কা করা হচ্ছে। বিবিসি অনলাইনসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়।
সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে করোনার প্রতিদিনের সংক্রমণ বাড়তির দিকে। এমনকি দৈনিক সংক্রমণের দিক দিয়ে করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যেতে দেখা গেছে ইউরোপকে। মূলত, এ কারণেই ইউরোপে করোনার দ্বিতীয় তরঙ্গ আসার আশঙ্কা তৈরি হয়েছে।
করোনার দ্বিতীয় দফা সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বিশেষ করে ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, ইতালি ও জার্মানি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।