You have reached your daily news limit

Please log in to continue


অভিনেতার পাশাপাশি ভালো মানুষ ছিলেন সাদেক বাচ্চু : আলমগীর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা সাদেক বাচ্চু আর নেই। তাঁর মৃত্যুতে শোকাহত পুরো চলচ্চিত্র অঙ্গন। শোকে কাতর চিত্রনায়ক আলমগীরও। মৃত্যুর সংবাদ শোনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনটিভি অনলাইনকে নায়ক আলমগীর বলেন, ‘আমি কিছুক্ষণ আগে খবরটি শুনেছি। খুবই কষ্ট পেয়েছি। সাদেক বাচ্চু কতটা সফল বা শক্তিশালী অভিনেতা ছিলেন, সে বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই। সারা দেশের মানুষই এটি জানেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, তিনি কতটা ভালো মানুষ ছিলেন। একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে তাঁর ভাইবোনকে অনেক ছোট রেখেই সাদেক বাচ্চুর বাবা মারা যান। শুধু নিজের ভাইবোনদের প্রতিষ্ঠার জন্য তিনি বিয়ে করেছেন অনেক পরে, যখন তাঁর সব ভাইবোন প্রতিষ্ঠিত হয়। এ থেকে বোঝা যায়, মানুষ হিসেবে কতটা ভালো ছিলেন তিনি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন