![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsunny-20200914124841.jpg)
বাচ্চু ভাই আমার জীবনের ছবি হয়ে থাকবেন : ওমর সানি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৮
চলে গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু। করোনায় আক্রান্ত হয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না-লিল্লাহ..... রাজিউন।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বরেণ্য এই অভিনেতাকে হারিয়ে শোক প্রকাশ করছেন তার ভক্ত ও অনুরাগীরা।