পায়ের আঙুলের ফাঁকে ছত্রাকের সংক্রমণ
প্রথম আলো
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৫
গরমে পায়ের আঙুলের ফাঁকে প্রায়ই ছত্রাকের সংক্রমণ ঘটে। আঙুলের ফাঁকগুলো লাল হয়ে যায়, প্রচণ্ড চুলকায়। কখনো ফুসকুড়ির মতো হয়, আবার কখনো ত্বক ফেটে যায়। জ্বালাও করে। একে টিনিয়া পেডিস বা অ্যাথলেটস ফুট বলে। এটি সংক্রামকও। অর্থাৎ একজনের থেকে অন্যজনে ছড়ায় এটি।
- ট্যাগ:
- লাইফ
- ঘরোয়া টিপস
- নখের ছত্রাক
- আঙুলের কালো দাগ