গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল জানান, উপজেলার বাজারের সালাম প্রধানের মার্কেটে রোববার রাত সোয়া ১২টার দিকে লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় তারা নিয়ন্ত্রণে আনেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।