চিন্তা বাড়াচ্ছে সিগারেট-বিড়ির পোড়া টুকরো
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চ একটি সমীক্ষা করে জানায়, সিগারেটের শেষ অংশে থাকা সেলুলোজ অ্যাসিটেটের মাত্র ৩৭.৮%ই নষ্ট হয় দু'বছরে। তাঁদের সীমিত স্টাডিতে মানব শরীরে এবং পরিবেশে কতটা বিষ ছড়ায় তা পরিষ্কার হয়নি।