
‘রুটিন পরীক্ষার জন্যই ভর্তি অমিত’
ফের এমসে ভর্তি করানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সূত্রের খবর, শনিবার রাতে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। যদিও রবিবার এমসের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, কোভিড-পরবর্তী রুটিন পরীক্ষার জন্যই আপাতত এক-দুদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন শাহ। পাশাপাশি এটাও বলা হয়, সোমবার থেকে সংসদ শুরু হচ্ছে। তার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা কেমন রয়েছে খতিয়ে দেখার জন্যই চিকিৎসকদের পরামর্শ মতো তাঁকে এক-দুদিনের জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে একটি চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।