You have reached your daily news limit

Please log in to continue


আজ সংসদ, প্রণব প্রয়াণে ছুটি নয়, নয় সর্বদল, যুক্তি করোনা

করোনা সংক্রমণের কারণে কোপ পড়ল সর্বদলীয় বৈঠকেও। প্রতিবার সংসদ শুরুর ঠিক আগে সর্বদলীয় বৈঠক হলেও এ বার করোনা সংক্রমণের কারণে লোকসভার স্পিকার ওম বিড়লা তা বাতিল করায় ক্ষুব্ধ বিরোধীরা সরকারের মনোভাব নিয়েই প্রশ্ন তুলেছেন। প্রায় ছ’মাস পরে কাল থেকে শুরু হতে যাওয়া ১৮ দিনের এই সংসদীয় অধিবেশনে কৃষি-বিপণন সংক্রান্ত তিনটি বিল (যেগুলি নিয়ে ইতিমধ্যেই অধ্যাদেশ জারি করেছে কেন্দ্র)-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশের লক্ষ্যমাত্রা নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এর মধ্যে কৃষি-বিপণন সংক্রান্ত বিলগুলি নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদের অধিবেশন। চলতি অধিবেশনেই সেগুলি পাশ করাতে মরিয়া মোদী সরকারকে রাজ্যসভায় ঠেকাতে পাল্টা সক্রিয় হয়েছে বিরোধীরা। আজ লোকসভার বিষয় পরামর্শদাতা কমিটির বৈঠকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে এক দিন ছুটি ঘোষণার দাবি করে কংগ্রেস ও তৃণমূল। শাসক শিবির জানায়, সময় কম থাকায় এক দিন সাংসদ বন্ধ রাখা সম্ভব হচ্ছে না। তবে প্রণববাবু ও অন্য যে সাংসদরা গত ছ’মাসের মধ্যে মারা গিয়েছেন, তাঁদের স্মৃতিতে আগামিকাল এক ঘণ্টার জন্য সংসদ বন্ধ থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন