বৃষ্টিতে ভিজেও পেঁয়াজ পাননি অনেকে
বেশ কিছুদিন ধরে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এ কারণে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রোববার থেকে ট্রাকে করে এই পণ্য কম দামে বিক্রি শুরু করেছে। প্রথম দিনেই ক্রেতারা ট্রাকের সামনে ব্যাপক ভিড় করেন। পেঁয়াজ বেশিরভাগ স্থানে দ্রুত শেষ হয়ে যায়। তাই বৃষ্টিতে ভিজেও অনেকে টিসিবির পেঁয়াজ কিনতে পারেননি।
রাজধানীর ফার্মগেট খামারবাড়িতে টিসিবির ট্রাকে ৩০০ কেজি পেঁয়াজ নিয়ে সকাল ১০টায় আসেন বিক্রেতা মনির হোসেন। তিনি বলেন, বাজারে বেশি দাম থাকায় ক্রেতাদের চাহিদা অনেক বেশি। অন্য সময় পেঁয়াজ বিক্রির শুরুর দিন সব পেঁয়াজ বিক্রি হয় না। প্রথম দিন দুপুর ১টার মধ্যেই সব পেঁয়াজ বিক্রি শেষ হয়ে গেছে। তখনও দেখা যায়, ট্রাকের সমানে পেঁয়াজ ক্রেতাদের অনেক ভিড়। অনেকে বৃষ্টি উপেক্ষা করে লাইনে ছিলেন; কিন্তু পেঁয়াজ পাননি। শুধু ফার্মগেট নয়, রাজধানীর আরও অনেক এলাকায় পেঁয়াজ পাননি ক্রেতারা।