ভারতের পর এবার ভুটানের ভূখণ্ডে নজর চীনের
ভারতের লাদাখ ও দক্ষিণ চীন সাগরের পর এবার ভুটানের ভূখণ্ডের দিকে নজর দিয়েছে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। আসন্ন ২৫ তম সীমান্ত আলোচনায় চীনের অনুকূল শর্তে ভুটানের পশ্চিমের রাজ্যের অংশ দাবি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
রোববার আলোচনার বিষয়টির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এ তথ্য জানিয়েছেন।
চীনের সামরিক বাহিনীর হুমকি সম্পর্কে সবোর্চ্চ পর্যায়ে সংবেদনশীল অবস্থায় রয়েছে থিম্পু। তবে আসন্ন এই আলোচনায় বেইজিং সম্ভবত রাজ্যের পশ্চিম অংশ দাবি করবে।
শিলিগুড়ি করিডোরের পাশেই ভুটানের অবস্থান। ভারতের কেন্দ্রীয় জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দু এটি। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ভুটানের যে কোনো আঞ্চলিক সমঝোতা এই অঞ্চলে ভারতীয় সুরক্ষার ওপর বিরূপ প্রভাব ফেলবে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কূটনৈতিক ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, ২০১৭ সালে ডোকালাম মালভূতিতে ৭৩ দিন পিএলএ’র অবস্থানের সময় ভারতকে সাহায্য করেছিলো ভুটান।