আমেরিকার ‘গর্দভ’ প্রেসিডেন্টের কারসাজিতে ইসরাইলের সাথে আরবদের সম্পর্ক: আইআরজিসি
ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসি শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেছে, বাহরাইনের মুসলিম জাতির আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে আলে খলিফা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা চরম কাপুরুষোচিত পদক্ষেপ এবং এর কোনো বৈধতা নেই। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার ‘ঘৃণীত ও গর্দভ’ প্রেসিডেন্টের কারসাজিতে কিছু আরব শাসক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তেলআবিবকে রক্ষা করার চেষ্টা করছে, তা কোনো দিনও সফল হবে না। এ ধরনের পদক্ষেপের ফলে বরং উল্টো মুসলিম উম্মাহর ইহুদিবাদবিরোধী চেতনা শানিত হবে এবং মুসলিম মানচিত্র থেকে ইসরায়েল নামক বিষফোঁড়া অপসারণের পথ সুগম হবে।