কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ লালু মাঝি নামে এক হাজতির মৃত্যু হয়েছে। লালু মাঝি কক্সবাজারের টেকনাফ থানার হাবিরচর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। আজ রবিবার বিকেলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্রে জানা যায়, বিকেলে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লালু মাঝি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মাদক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কারা কর্তৃপক্ষ
- হাজতির মৃত্যু