![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fb5e4f37a-31ca-44d5-8033-f964dec07d8f%252Ffaruque__6_.jpg%3Frect%3D0%252C0%252C2048%252C1075%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
‘ফ্যামিলিতে ক্রাইসিস’ বাড়াতে ফারুক আহমেদ
ফ্যামিলির ক্রাইসিস আরও বাড়িয়ে দেবেন তিনি। মূলত পরিবারে ঝামেলা বাধাতেই তিনি ঢাকায় আসছেন। পরিবারের প্রত্যেক সদস্যের খুঁত খুঁজে বের করাই হবে তাঁর কাজ। এ চরিত্রের নাম খায়ের। জনপ্রিয় ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’–এ যুক্ত হচ্ছে চরিত্রটি। এ চরিত্রে অভিনয় করবেন ফারুক আহমেদ। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা ফারুক আহমেদ। জনপ্রিয়তা পাওয়া এই ধারাবাহিকে যুক্ত হতে পেরে ভালো লাগছে তাঁর। এই অভিনেতা জানান, নাটকটির নির্মাতার সঙ্গে আগেও অনেক কাজ করেছেন তিনি। ফলে তাঁদের বোঝাপড়া ভালো।
নাটকের গল্পে অভিনেতা শহীদুজ্জামান সেলিমের চাচার ভূমিকায় অভিনয় করবেন তিনি, যিনি গ্রাম থেকে ঢাকায় আসেন। নিজের চরিত্র সম্পর্কে ফারুক আহমেদ বলেন, ‘ফ্যামিলি ক্রাইসিস নাটকের সংকট আরও বাড়িয়ে দেবে খায়ের চরিত্র। পরিবারের মধ্যে ঝামেলা বাধাতেই ঢাকায় আসবে সে। বাকিটা বলতে চাই না।’
- ট্যাগ:
- বিনোদন
- অভিনয়
- নতুন নাটক
- ফারুক আহমেদ